প্রথম প্রীতি ম্যাচে ভুটানকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছিল জামাল ভূঁইয়ার দল। দ্বিতীয় ম্যাচেও আক্রমণাত্মক ফুটবল খেলে জয় ছিনিয়ে আনতে মরিয়া কোচ এবং খেলোয়াড়রা। উল্লেখ্য বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী কাল বৃহস্পতিবার।
এই ম্যাচকে সামনে রেখে আজ অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ দলের খেলোয়াড়রা। বাংলাদেশ দলের কোচ জেমি ডে বলেন, আগের মতোই খেলবে দল- আক্রমণাত্মক ফুটবল। পিচ যেমনই থাকুক না কেন, আমরা জয়ের জন্য খেলব। এর বিকল্প নেই।
তিনি আরও যোগ করেন, আমাদের লক্ষ্য এই ম্যাচ জেতা। এর আগে বিশ্বকাপ বাছাইয়ে আমরা এক ম্যাচ আমরা হেরেছি। এবার তা হতে দেয়া যাবে না। সে জন্য কাতার এবং ভারতের সাথে খেলার আগে ভুটানকে হারিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে হবে।
উল্লেখ্য, আগামী ১০ অক্টোবর বিশ্বকাপ বাছাইয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাতারকে আতিথেয়তা দিবে বাংলাদেশ। এর পর ভারতের সাথে খেলা। এই দুই ম্যাচকে সামনে রেখে নিজেদের ঝালিয়ে নিতেই ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলা।
এনএস/