এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের কাছে হেরেছিল বাংলাদেশ টেবিল টেনিস দল। এর পরের ম্যাচে তারা হার দেখে ইরানের কাছে। তৃতীয় ম্যাচে এসে বাংলাদেশ জয় পেল ফিলিস্তিনের বিপক্ষে।
ইন্দোনেশিয়ার জাকার্তায় বাংলাদেশ ২৩ থেকে ৩০তম স্থান নির্ধারণী লড়াইয়ে ওঠার ম্যাচে জয়ের দেখা পায়। এ ম্যাচে ফিলিস্তিনকে হারায় ৩-১ সেটে।
এর আগে প্রথম রাউন্ডে আরব আমিরাতের কাছে ৩-০ সেটে হারে বাংলাদেশ। দ্বিতীয় রাউন্ডেও জিততে পারেনি হৃদয় আহমেদ, মানস চৌধূরী ও পরাগ মাসুদকে নিয়ে গড়া বাংলাদেশ দল। ইরানের কাছে হেরে যায় ৩-০ সেটে।
এনএস/