পুরুষদের মধ্য সবচেয়ে বেশী সিঙ্গেল গ্র্যান্ড স্লাম জিতেছেন সুইস টেনিস গ্রেট রজার ফেদেরার। ক্যারিয়ারে ২০টি গ্র্যান্ড স্লামের মালিক তিনি। তার থেকে আর মাত্র একধাপ দূরে আছেন ফেদেরারের চির প্রতিদ্বন্দ্বি স্প্যানিশ টেনিসার রাফায়েল নাদাল।
গতকাল ইউএস ওপেনের শ্বাসরুদ্ধকর ফাইনালে রাশিয়ার দানিল মেদভেদেভকে হারিয়ে ১৯টি গ্র্যান্ড স্লাম জেতার রেকর্ড গড়েছেন তিনি। প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে ওঠা মেদভেদেভের সাথে সমানে সমানে লড়াই হলেও শেষ পর্যন্ত শিরোপা উঁচিয়ে ধরেছেন নাদালই।
চার ঘণ্টা ৫০ মিনিটের রোমাঞ্চকর লড়াইয়ে ৭-৫, ৬-৩, ৫-৭, ৪-৬, ৬-৪ গেমে জয় নিশ্চিত করেন নাদাল। ইউএস ওপেনের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ ফাইনালের চেয়ে মাত্র চার মিনিট সময় কম লাগলো এই শিরোপার লড়াইয়ে।
ক্লে কোর্টের রাজা হিসেবে পরিচিত নাদালের এটা চতুর্থ ইউএস ওপেন শিরোপা। এখানে আগের তিনটি শিরোপা জিতেছিলেন ২০১০, ২০১৩ ও ২০১৭ আসরে। এবারের শিরোপা জিতে একটু বেশিই উচ্ছ্বসিত নাদাল। তিনি বলেন, আমার টেনিস ক্যারিয়ারে এটা অন্যতম এক আবেগঘন রাত। চমৎকার এক ফাইনাল হল, দুর্দান্ত এক ম্যাচ।
এনএস/